বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিউরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সর্ববৃহৎ প্রকল্প।
ধান, গম, সরিষা, লাউ, বেগুন, কলা, পেয়ারাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মাঠ ফসল এবং ফল সবজি নিয়ে গভীরভাবে কাজ করে এই প্রকল্পটি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, ধান, গম, সরিষা এসকল প্রর্দশনীতে ৮-১০ টি পর্যন্ত ১০০ কেজি ধারণ ক্ষমতা সস্পন্ন উন্নত বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
কৃষিতে অভাকনীয় সাফল্য বয়েনিয়ে এসেছে এই প্রকল্পটি। বর্তমানে মৌসুম শেষে পিএফএস এর সদস্যবৃন্দের ঘরে পাওয়া যায় মানসম্পন্ন গম, সরিষা কিংবা ধানের বীজ। সরিষার ক্ষেত্রে গমিরগ্রামের কবীরের ঘরে রয়েছে বারি সরিষা-১৪ এর প্রায় ২,০০০ কেজি বীজ। আগামী রবি মৌসুমে এলাকার কৃষকের চাহিদা তিনি এবং তাঁর পিএফএস পূরণ করতে পারবেন বলে আশাবাদি। আবার কোন কোন কৃষকরে ঘরে রয়েছে বারি গম-৩২, বারি গম-৩৩ কিংবা বিডাব্লিউএমআরআই-৩ এরমত গরুত্বপূর্ণ জাতসমূহ।
তিনি আরো জানান,গত রবি মৌসুমে পাবনা সদর উপজেলায় বিরল উপজেলা হতে ১০০ মন ব্রি ধান ১০২ এর বীজ ঢেলপীর (ধান) পিএফএস এর সদস্যবৃন্দ বিক্রয় করেছেন যার কেজি প্রতি মূল্য ছিল ৭০ টাকা। সরাসরি ধান বীজ পাবনা সদর উপজেলা কৃষি অফিসে বিক্রয় করতে পেরে খুশী ঢেলপীরের কৃষক জনাব মো: জহুরুল ইসলাম।
Leave a Reply