1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

বিরলে পেঁয়াজ বীজের চাষে আলোর মূখ দেখছেন চাষী মিলন

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৭ Time View
oplus_0

বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে পেঁয়াজের বীজ চাষে বেশ আলোড়ন ফেলেছে চাষী মিলন ইসলাম। এক বিঘা দুই বিঘা নয় প্রায় ৬ একর জমিতে চাষ করেছেন পেঁয়াজের বীজ। তিনি মনে করছেন পেঁয়াজের ঘাটতি নিরসনে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি অন্যান্য ফসলের তুলনায় বেশ লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অপর দিকে এই চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের সব ধরনের সহযোগীতা করছে স্থানীয় কৃষি বিভাগ বলে জানান তিনি।

দিগন্তজোড়া পেঁয়াজের খেত। এক বিঘা, দুই বিঘা নয়। প্রায় ৬ একর জমিতে বীজের জন্য পেঁয়াজ লাগানো হয়েছে। দুই থেকে আড়াই ফুট লম্বা গাছের সবুজ কান্ডের মাথায় গোলাকৃতির সাদা সাদা ফুল বাতাসে দুলছে। দূর থেকে দেখে মনে হবে শিল্পী যেন সবুজ চাদরে সাদা রঙের ফুলের ছবি একেছেন পরম যতেœ। বিশাল আয়তনের এই পেঁয়াজ খেতের দেখা মিলছে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তরুণ কৃষক মিলন ইসলাম পেঁয়াজের আবাদ করেছেন। বিগত তিন বছর ধরে পেঁয়াজসহ নানা ধরণের কৃষি পন্যের বীজ উৎপাদন করছেন। অনেকটা সফলও হয়েছেন তিনি।

কৃষক মিলন ইসলাম বলেন, ইউটিউবে পেঁয়াজের বীজ উৎপাদনের ভিডিও দেখে এই চাষে উদ্বুদ্ধ হন। এছাড়াও পেঁয়াজের বীজ চাষ দেখতে ঘুরেছেন ফরিদপুরসহ বিভিন্ন জেলায় এবং এ বিষয়ে নিয়েছেন প্রশিক্ষন। ভবিষৎতে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন। সব কিছু ঠিক ঠাক থাকলে এ বছর তিনি খরচবাদ দিয়ে প্রায় ১৫ লাখ টাকা আয় করবেন পেঁয়াজ বীজের এই ক্ষেত থেকে।

কৃষি শ্রমিক কল্পনা রাণী জানান, এই পেঁয়াজের বীজ উৎপাদন প্রকল্পে স্থানীয় প্রায় ১৫ জন নারী-পুরষ কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও পেঁয়াজের চাষ ও ফুলের সৌন্দয্য দেখতে দূর-দুরান্ত থেকে ছুঁটে আসছেন অনেকেই। লাভজনক এই ফসল চাষের জন্য স্থানীয় প্রতিবেশি কৃষকরা নিচ্ছেন বিভিন্ন পরামর্শ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, বিরলের মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী। পেয়াজের পাশাপাশি বীজও দেশে আমদানী করতে হয়। এমন উদ্যোক্তা দেশে বেশি বেশি সৃষ্টিহলে পেয়াজ সংকট নিরসনে অনেকটা ইতিবাচক ভূমিকা রাখবে। যে কারনে এই কৃষকদের সবধরনের সহযোগীতা দিচ্ছে স্থানীয় কৃষি অফিস।

তিনি আরো বলেন, চলতি মৌসুমে বিরল উপজেলাতেই ৩৪০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© বিরল দর্পণ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট