1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

বিরলে এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে এর সহযোগিতায় শিশু ও যুব ফোরামের শিশুরা শাক-সবজি উৎপাদন

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

বিরল দর্পণ:
দিনাজপুরের বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে এর সহযোগিতায়, রানীপুকুর পিএফএ-র ইমপ্যাক্ট প্লাস গ্রুপ, শিশু ও যুব ফোরামের শিশুরা নিজের এলাকার পতিত জমিতে শাক-সবজি উৎপদান করার মধ্য দিয়ে পরিবারের চাহিদা পূরন ও অতিরিক্ত সবজি বাজারে বিক্রয় করনের লক্ষ্যে স্বলমেয়াদি সেবা মূলক প্রকল্প গ্রহন করার উদ্যোগ গ্রহন করে।

জানা যায়, প্রাথমিক পর্যায়ে তারা পতিত জমিন অনুসন্ধান করে এবং পতিত জমির মালিকে সাথে কথা বলে এবং তাঁদের কাজ থেকে অনুমতি পত্র দিয়ে অনুমতি গ্রহন করে। তারা নিজেরাই জমি কোদাল দিয়ে জমি উর্বর করে। ইকোভিলেজের গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির কাজ থেকে জৈব সার গ্রহন করে জমিতে জৈব সার প্রয়োগ করে। শিশুরা নিজের সঞ্চয় থেকে শাক-সবজির বীজ ক্রয় করে ও বীজ বপন করে। নিজেরা দল তৈরি করে শাক-সবজির পরিচর্যা করে এবং শাক-সবজি ধীরে ধীরে বড় হতে থাকে। শাক-সবজি খাওয়ার উপযুক্ত সময় হলে তারা স্থানীয় বোর্ড হাট বাজারে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী তারা বোর্ড হাট বাজারে তারা শাক-সবজি জৈব সার ব্যবহারকৃত সবজি স্বল্পমূল্যে বিক্রি করে। এতে ক্রেতারা স্বল্প মূল্যে রাসায়নিক সার মুক্ত শাক-সবজি পেয়ে খুশি হয় এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায় ও ধন্যবাদ দেয়।

আরো জানা যায়, ইমপ্যাক্ট প্লাস, শিশু ও যুবফোরামের শিশুরা বিক্রিকৃত লভ্যাংশ অসহায় গরীব শিশুদের উন্নয়নে ব্যয় করবে, যেমন: শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন/ স্কুলে ভর্তি এবং শিশুরা সকলকে জানাতে চায় যে, বসত ভিটায় শাক-সবজি বাগান তৈরি করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরন ও অতিরিক্ত শাক-সবজি বিক্রি করে অর্থ উপার্জন করে শিশুদের কল্যানে ব্যয় করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© বিরল দর্পণ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট