বিরল দর্পণঃ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এরিয়া প্রোগ্রাম, বিরল উপজেলার ২৬ জন কৃষককে জিংক সমৃদ্ধ ব্রী ধান-১০০ জাতের বীজ প্রদান করে।
বীজ প্রদানের আগে জিংক ধান চাষাবাদ ও এর গুরুত্ব বিষয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে
উপস্থিত ছিলেন বিরল উপজেলার কৃষি কর্মকর্তা
মোস্তফা হাসান ইমাম।
অনুষ্টানে সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম
ম্যানেজার নীতা ফ্লোরা দাস।
নীতা ফ্লোরা দাস বলেন ”জিংকের অভাবে শিশুর
মেধা বিকাশ বাধাপ্রাপ্ত হয় ও শিশু খর্বাকৃতি হয়, এই এ জন্য কৃষকদের জিংক সমৃদ্ধ জিংক ধান চাষে
উৎসাহ প্রদান করা হচ্ছে।”
কৃষি অফিসার বলেন ”ব্রি ধান-১০০ জাতটি জিংক
সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাত, জীবনকাল ১৪৮ দিন,
খেতে সুস্বাদু, চাল চিকন। এই ধানের বাজার মুল্য
তুলনামুলক বেশি। এই ধানের ভাতে খেলে
আমাদের মানব শরীরে জিংকের অভাব পুরন হবে
এবং শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে”।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রত্যেক কৃষককে পাঁচ
কেজি করে জিংক ধান বীজ প্রদান করা হয়।
পরর্বতীতে কৃষকদের সার ও চাষাবাদের খরচ
প্রদান করা হবে।
Leave a Reply