
বিরল দর্পণ:
হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে তেমন একটা বোঝা না গেলেও রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই দেখা মিলছে কুয়াশার।
আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। গত কয়েক দিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপ ২২ থেকে ২৪ ডিগ্রীর মধ্যে থাকছে। তবে পুরোপুরি শীত আসতে মাস খানেক সময় লাগবে।
সকালে পত্র-পল্লবে মুক্তোদানার মতো শিশির বিন্দু, এর আগে রাত ও ভোরে কিছুটা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। উত্তরের জেলা দিনাজপুরে কিছুটা শীতের আমেজ দেখা দিয়েছে। তাই তো প্রকৃতিতে এসব চিত্রই বলে দিচ্ছে দুয়ারে ঘন্টা বাজাচ্ছে শীত। এরই মধ্যে ঘরে তুলে থোয়া শীতের কাপড় গুলো শরীরে উঠতে শুরু করেছে। তবে এ জেলায় পুরোপুরি শীত আসতে শুরু করছে নভেম্বরের শেষের দিকে। বর্তমানে হালকা শীতের উষ্ণতা বেশ উপভোগ করছে এই অঞ্চলের মানুষ।
দিনাজপুর আবহাওয়া অফিসের কমকর্তা মো: তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে এই অঞ্চলে শীতের প্রভাব ডিসেম্বর জানুয়ারীতে বেশি থাকে।
জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
Leave a Reply