1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিরলে একই জমিতে বাঁধাকপি ও কলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে একই জমিতে বাঁধাকপি ও কলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অল্প সময়ে কম খরচেই বিশেষ করে প্রান্তিক কৃষকেরা বাড়তি আয়ের অংশ হিসেবে একই জমিতে বিভিন্ন ফসল চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আর এই বাড়তি আয়ের কারণে এখন অনেক কৃষককেই একই সাথে বিভিন্ন ফসলের চাষ করতে দেখা গেছে জেলার বিরল উপজেলায়।

সরজমিনে দেখা যায়, বিরল উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের কৃষক সাবিনা খাতুন প্রাথমিক ভাবে ৫০ শতক জমিতে ৩৫০ কলা গাছ রোপন করেছেন। পাশাপাশি ওই জমিতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি রোপন করেন।

কৃষক সাবিনা খাতুন জানান, সাধারণত কলা চাষে এক বছর সময় লাগে, তাই জমিতে কলা গাছ রোপণের পর ফাঁকা জায়গায় সারি সারি বাঁধাকপি রোপন করি। কারণ এ ফসলগুলো তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। আর অন্যদিকে কলা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে। এ বছর আশা করছি দাম ভালো থাকলে আমার এই ফসলে খেত হতে প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব, যা আমার বাড়তি আয় হবে। আর এ ফসলের আয় থেকেই কলা খেতের যাবতীয় খরচ বহন করা যাবে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান,উপজেলায় বসতবাড়ী ও আশেপাশের জমিতে উচ্চ মুল্যে পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি বাগান তুলনা মুলক কম। আমরা কৃষকদের উদ্ধুদ্ধ করে একই জমিতে দুই ধরণের ফসল করা যায় তা আমরা সকল সহযোগীতা করে আসছি। বিশেষ করে যারা কলা চাষ করছে তাদের ক্ষেতে বিভিন্ন ফসলের চাষ লক্ষ্য করা গেছে। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসলের রোগ বালাইয়ে যেন কোন ক্ষতি না হয়, সে বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© বিরল দর্পণ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট