বিরল দর্পণঃ
দিনাজপুরের বিরলে ফার্ম হাউজের ট্রেতে তৈরি হচ্ছে ধানের বীজতলা।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বিরল উপজেলার চকেরহাট, পলাশবাড়ীতে কৃষকরে চাহিদার ভিত্তিতে তৈরি হচ্ছে ধানের ট্রে সীডলিং। কৃষকের চাহিদা পূরণের জন্য এটি একটি অসাধারণ স্থাপনা হিসেবে বিবেচিত হচ্ছে।
পরবর্তীতে এই ফার্ম হাউজের রাইস ট্রান্স প্লান্টার যন্ত্রের মাধ্যমে এই চারা রোপন করা হবে কৃষকের জমিতে। আজিমপুর ও পলাশবাড়ী বিরলের কৃষকরে জন্য আশির্বাদ হিসেবে স্থাপন হয়েছে এই ফার্ম হাউজ দুটি।
Leave a Reply