বিরল দর্পণ:
দিনাজপুরে বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকের মাঠে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন নামে ২ একরের ক্লাস্টার প্রর্দশনী বাস্তবায়ন করা হচ্ছে।
ব্লক/ক্লাস্টার প্রর্দশনী বাস্তবায়নের পরে গতানুগতিক প্রকল্পের মাঠ দিবসের অনুরুপ একটি বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করছে কৃষি বিভাগ যার নাম করণ করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
কমপক্ষে ৫০ জন কৃষক/ কৃষাণী নিয়ে বাস্তবায়িত এই কর্মসূচী ইতোমধ্যেই সাড়াজাগিয়েছে কৃষি প্রেমীদের মাঝে। জাত, ফলাফল, কৃষি প্রযুক্তি, রোগ-পোকা এবং বিশেষ বৈশিষ্ট্য সকল কিছুই উঠে আসে এই আলোচনার মাধ্যমে।
চলমান মৌসুমেই হিসেব করলে দেখাযাবে ব্রি ধান ২৮, ব্রি ধান ২৯ এর আবাদ অনেটাই কমে এসেছে সে জায়গা দখল করে নিয়েছে ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ১০০, ব্রি ধান ১০২, ব্রি ধান ১০৪ ইত্যাদি আধুনিক জাতসমূহ।
পানি সাশ্রয়ী, স্বল্প জীবনকালীন, উচ্চ ফলনশীল, তুলনামূলক রোগ-পোকা প্রতিরোধী এসকল জাত ও প্রযুক্তি বিস্তারে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হিসেবে কাজ করছে পার্টনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
জেলা সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিজ্ঞানীদের পদচারণায় ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে এই কার্যক্রম বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।
Leave a Reply