
বিরল দর্পণ:
বিরলে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ও শিশু এবং যুব ফোরামের আয়োজনে, শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের মাধ্যমে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলার দক্ষিন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ও ধর্মপু ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন পরিচালনা করেন, বিরল এপির প্রোগ্রাম অফিসার তিথী সিং।
এসময় ফুটবল খেলাটি উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকরা খেলাটি উপভোগ করেন। খেলাটিতে দক্ষিন মাধবপুর উচ্চ বিদ্যালয় দলের নেতৃত্বে ছিলেন প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার ও ধর্মপু ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় দলের নেতৃত্বে ছিলেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক। ম্যাচটি পরিচালনা করেন, রেফারী মোজাহিদুল ইসলাম। সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, আব্দুস সালাম।
এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও অন্যান্ন সকলের মধ্যে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্পর্কে সচেতন করার বিষয়টি তুলে ধরা হয় এবং শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে আরো সচেতন হতে আহ্বান জানানো হয়।
Leave a Reply