বিরল দর্পনঃ
দিনাজপুরের বিরলে গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের আয়োজনে, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপির সহযোগিতায়, বিরল উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ ঘটিকার পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
বিরল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহার উদ্বোধনের মধ্য দিয়ে শিশু ফোরামের সদস্যরা স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় বিরল এপির ম্যানেজার নিতা ফ্লোরা দাস এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান সরকার, বিরল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন, বিরল এপির প্রোগ্রাম অফিসার এন্টিনা লুজিয়া দাস, তিথি সিং, প্রদীপ রায়, গোলাম সাকলাইন। এছাড়াও সিস্টেম সাপোট অফিসার প্রিয়াঙ্কা আরেং।
অতিথিগণের বক্তব্যের পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।