বিরল দর্পণ:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে, দিনাজপুরের বিরল উপজেলার ৪নং শহরগ্রাম, ৫ নং বিরল ও ৬ নং ভান্ডারা ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা। অনুষ্ঠানে, স্বাগত বক্তব্য রাখেন, নিতা ফ্লোরা দাস, এপি ম্যানেজার, বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুণা পারভীন, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান, বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, প্রোগ্রাম অফিসার তিথি সিং, প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী, প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়, স্পন্সারশিপ চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাঠ করেন এবং উপস্থিত সবাই শপথ গ্রহণ করে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।