বিরল দর্পণঃ
হারুন অর রশীদ একজন সাধারন কৃষক হতে
উদ্যোক্তা হয়ে উঠার গল্প।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান,
ধর্মপুর ইউনিয়নের বিরল উপজেলা দিনাজপুরের একজন সাধারন কৃষক। উপজেরা কৃষি অফিসের মাধ্যেমে পরিচালিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফসল উৎপাদন প্রদর্শনী তাঁকে দেওয়া হয়।
বীজ, সার, কীটনাশক ও জৈব বালাইনাশক ইত্যাদি সররাহ করা হলে তিনি জীবিকা পরিবর্তনের একটি পথ খুঁজে পান। উনচ্চমূল্যে ফসল হিসেবে চিহ্নিত এই গ্রীষ্মকালীন টমেটো তিনি বাজারে বিক্রি করেছেন দুই হাজার টাকা মন হারে। যেখানে অন্য ফসলের কোন বাজার মূ্ল্য কৃষক কৃষাণী ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন সেখানে হারুন সিএসএডব্লিউএম প্রকল্পের প্রযুক্তি গ্রহণ করে উৎপাদন করছেন গ্রীষ্মকালনি টমেটো।
বর্তমানে মালটিং পদ্ধতি ব্যবহার, উন্নত জাতের ব্যবহার নানা কারণে তরুণ কৃষকদের জন্য অনুকরণীয় একজন হলেন হারুণ। হারুণের দেখানো পথে হাঁটছেন অনেক নতুন তরুণ কৃষি উদ্যোক্তা। এটি মূলত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের একটি অবদান।
Leave a Reply