বিরল দর্পণঃ
লিচুর রাজ্যে আমের জয়জয়কার। দিনাজপুরের বিরল উপজেলায় শহরগ্রাম ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মমিনুল ইসলাম একজন সাধারন বাসিন্দা।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ও প্রশিক্ষেণ পাবার পরে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলেছেন প্রায় ২০ (বিশ) একরের ফলের বাগান এবং প্রতিটি বাগানই আমের বাগান। তাঁর প্রতিটি বাগানে তিনি ব্যাবহার করেছেন বারি-৪, কাটিমন, ব্যানানা ম্যাংগো এবং থ্রি টেস্ট এর উন্নত ও আধুনিক জাতের আম।
উপজেলা কৃষি অফিস দিনাজপুরের মাধ্যমে পরিচালিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট নামক প্রকল্পের আওতায় একক ফল বাগান স্থাপনের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে এই উদ্যোক্তা তৈরি করেছেন আধুনিক জাতের এসকল আম বাগান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, ইতোমধ্যেই বিরল উপজেলা হতে পর পর তিন বছর বিশ্বের অনেক গুলো উন্নত দেশেই উৎপাদিত আম রপ্তানী করা হয়েছে।
বিশেষকরে ইংল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, কাতার, ডেনমার্ক ইত্যাদি বিভিন্ন দেশে এই আম রপ্তানী করা হয়েছে। নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টিতে এই কৃষকের ভূমিকা অপরিসীম।
Leave a Reply