বিরল দর্পণঃ
দিনাজপুরের বিরলে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী পেয়েছেন শারমীন বেগম নামে এক কৃষাণী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান,
৮ নং ধর্মপুর ইউনিয়ন এর একজন সাধারন কৃষাণী শারমিন বেগম গত ২০২৩ সালে একটি চার চেম্বার বিশিষ্ট্য একটি ভার্মি কম্পোস্ট প্রদর্শনী পেয়েছেন উপজেলা কৃষি অফিস হতে।
এরপরে তার পারিবারিক আয় বৃধ্দির জন্য আর ফিরে তাকাতে হয়নি। সেই চারটি চেম্বারকে তৈরি করেছন বারটি চেম্বারে আর উৎপাদন করেন মানসম্মত জৈব সার। এই জৈব সারের চাহিদা হয়েছে ইউনিয়ন পনিষদের গন্ডি পেড়িয়ে উপজেলা ব্যাপী। অনেক মা বোনদের জন্য বর্তমানে তিনি একটি উদাহরণ। তিনি তাঁর পরিবার কৃষি বিভাগের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারন মাটির স্বাস্থ্য সুরক্ষায় এই সারের ভূমিকা অপরিসীম।
Leave a Reply