বিরল দর্পণঃ
ধান, গম, ভূট্টা কিংবা কোন ফসল উৎপাদন নয় বরং ধানের চারা উৎপাদনই যেখানে প্রধান পেশা। আমরা বলছি বিরল উপজেলার বামনগাঁও, গোছহাটা, জামতলী, কৈকুরী, কুররীবন গ্রামের কথা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান,
উপজেলা কৃষি অফিস বিরল দিনাজপুরের মাধ্যমে পরিচালিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যনেজমেন্ট প্রকল্পের আওতায় স্থাপতি এক ধরণের প্রদর্শনী যার নাম কমিউনিটি বীজতলা উৎপাদন।
মানস্ম্মত ধানের চারা উৎপাদনই সেখানে প্রধান লক্ষ্য। কৃষক ভাই বোনেরা সেখানে তাদের চাহিদা দিয়ে যান এবং এই গ্রুপভূক্তা কৃষক কৃষাণী শুধুমাত্র ধানের চারা উৎপাদন করেন। এমনকি চারা পরিবহন করেও দিয়ে আসেন। এটি একটি গ্রুপ এপ্রোচ, সেখানে গ্রুপের সকলে অংশ গ্রহণ করে থাকেন এবং কোয়ালিটি ধানের চারা উৎপাদন করেন। উন্নত দেশে যে প্রচলন শুরু হয়েছে হয়তো অনেক আগেই সেটি করেছে আমাদের সিএসএডব্লিউএম প্রকল্প।
যতগুলো কৃষি প্রযুক্তি আশার আলো ছড়াচ্ছে এর মধ্যে অন্যতম একটি কৃষি প্রযুক্তি হলো কমিউনিটি বীজতলা উৎপাদন। ০৮ নং ধর্মপুর, বিরল, দিনাজপুরের কৃষক কৃষাণীবৃন্দ এই প্রকল্প এবং সংশ্লিষ্ট কৃষক গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply