বিরল দর্পণঃ
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বিরল উপজেলা দিনাজপুরে কৃষক পর্যায়ে একশত এগারটি ড্রাম বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান,
এই সকল ড্রামে মানসম্মত বীজ উৎপাদন করে সংরক্ষণ করে রাখা। বীজ উৎপাদনের জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকদেরকে প্রথমত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এরপরে প্রদর্শনী স্থাপন এবং সবশেষ বীজ সংরক্ষণ।
একজন বীজ ব্যাবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফারাক্কাবাদ ইউনিয়নের, জয়নুল মুদিখানার
মাজেদুর রহমান (মারুফ)।
তিনি এই প্রকল্পের গ্রুপভূক্ত একজন কৃষক এবছরই শুধুমাত্র পাবনা সদর উপজেলাতে ০১ মে. টন ব্রি ধান ১০৩ এর বীজ বিক্রি করেছেন। তার সকল কাজের মধ্যে বর্তমানে গুরুত্বপূর্ণ একটি ব্যাবসা হলো ধানের বীজ উৎপাদন ও সেটি কৃষক পর্যায়ে বিক্রি করা। শুধু মাত্র জনাব মারুফই নন বরং তাঁরমত আরও অনেক কৃষক ও কৃষি উদ্যোক্তা সৃষ্টি হয়েছে যারা ধানের পাশাপাশি গম, সরিষা, মসুর ডাল ইত্যাদি বীজ উৎপাদন করছেন এবং কৃষক পর্যায়ে সরবরাহ করছেন।
Leave a Reply