বিরল দর্পণঃ
দিনাজপুরের বিরলে চকেরহাট ফার্ম হাউজ পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি টিম।
চকেরহাট পলাশবাড়ীর ফার্ম হাউজ পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি টিম। বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রতিনিধি ও টিটিএল (টাস্ক টি লিডার) জনাব সামিনাসহ বিশ্ব ব্যাংকের ৪০ (চল্লিশ) জন প্রতিনিধি কৃষির এই অসাধারণ স্থাপনা পরিদর্শন করেন।
ভবিষ্যৎতে বিরলের কৃষি আরও সমৃদ্ধ হবে এই স্থাপনার জন্য এই মর্মে বিশ্ব ব্যাংকের টিটিএল মতামত প্রকাশ করেন। গ্রাম ও এলাকাবাসী এই ফার্ম হাউজের জন্য সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply