বিরল দর্পণঃ
দিনাজপুরের বিরলে ফার্ম হাউজের কৃষকের আওতায় চলছে বীজ সংরক্ষণ।
ফার্ম হাউজ চকেরহাট, পলাশবাড়ী, বিরল, দিনাজপুর শুধুমাত্র কৃষিযন্ত্রে সেবা প্রদান করছেন তা নয় বরং সাথে সাথে তারা উন্নত জাতের বীজ উৎপাদন ও সংরক্ষণও করছেন।
এই সকল উন্নত জাতের বীজ উপজেলা ও জেলার বাইরে বিভিন্ন জেলাতেও সরবরাহ করছেন এই ফার্ম হাউজ। ব্রি ধান ১০৩ শুধুমাত্র পাবনা সদর উপজেলাতে বিরল উপজেলা হতে সরবরাহ করা হয়েছে প্রায় ২০০ (দুইশত মন)। দিনাজপুর জেলার সকল উপজেলাতেও চাহিদা পূরণে ভুমিকা রাখছে এই সকল ফার্ম হাউজ।
Leave a Reply