বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে ২০২৪-২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় বিরল উপজেলার রবিপুর (বিরল ইউনিয়ন), বিশ্বনাথপুর (ধর্মপুর ইউনিয়ন) এবং বসন্তপুর (পলাশবাড়ী ইউনিয়ন) এ মোট ০৩ টি সোলার প্লান্ট ইরিগেশন সিস্টেম স্থাপন করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থয়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে নদীর পানি উত্তোলনের মাধ্যমে সেচের সুব্যবস্থা করা হয়েছে সাধারণ কৃষকের জন্য। যে কোন প্রকার জ্বালানী খরচ না করে রিনিউয়েবল এনার্জী ব্যবহারের মাধ্যমে সাধারণ কৃষক যেন কৃষি করতে পারে এবং ভূট্টার পরিবর্তে যেন সবজির এলাকা বৃদ্ধি পায় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিএসএডাব্লিউএম প্রকল্পটি। কৃষকগণ এখানে গ্রুপভিত্তিতে কাজ করবে এবং অন্যান্য কৃষক এখান থেকে স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় পরিমাণ পানি সেচের জন্য পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সকল প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি অত্যন্ত জনবান্ধব এবং দিনাজপুর জেলায় শুধুমাত্র বিরল এবং কাহারোল উপজেলায় পরিচালিত হচ্ছে এই প্রকল্পটি।
সিএসএডাব্লিউএম প্রকল্প এবং এর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন উপজেলা কৃষি মোস্তফা হাসান ইমাম।