বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে গতকাল শুক্রবার রংপুরের মিঠাপুকুরের নাশিক প্লান্ট এন্ড পট অঞ্চলে, টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, কৃষক উদ্বুদ্ধ করণ ভ্রমণ বাস্তবায়িত হয়েছে।
কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তি, যেমন: পলিনেট হাউজ, জাপানী মিষ্টি আলুর জাত ও চাষাবাদ, পটে আদা, হলুদ, বেগুন, কলার চারা উৎপাদন ইত্যাদি প্রযুক্তি হতে কলমে দেখানো হয়। বিশেষকরে গ্রীষ্মকালীন টমেটোর চারা উৎপাদন ও উচ্চফলনে করনীয় বিষয়টি কৃষকদেরকে আকৃষ্ট করেছে।
মটিভেশনাল ট্যূরে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব শাহজাহান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আহসান হাবীব বসুনিয়া এবং বিরল উপজেলার ৩০ জন গুণি কৃষক/কৃষাণী।
কৃষক/কৃষাণীর সংখ্যা ছিল ৩০ (ত্রিশ) জন।
Leave a Reply