বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে ৬নম্বর ভান্ডারা ইউনিয়নের পাকুড়া ও বড় তিলাইন গ্রামে ”অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন আওতায় খরিফ-১ / ২০২৪-২৫ মৌসুমে বাদাম ও মরিচ ফসলের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবসে কৃষকদের সাথে বাদামের জাত: লরি ও মরিচের জাত: বিজলি প্লাস নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আখি, পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব সুবল চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার জনাব মোস্তফা হাসান ইমাম।
Leave a Reply