বিরল দর্পণ:
দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনস্থ্য পরমেশ্বরপুর বিওপি এর দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার ৩৩২/১ এর নিকট দিয়ে বাংলাদেশরে অভ্যন্তরে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের দক্ষিন পাঁচপাড়া নামক সীমান্তবর্তী এলঅকা হতে বিজিবির টহল দল এর প্রচেষ্ঠায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, বোচাগঞ্জ উপজেলার ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাগাবাড়ী গ্রামের আমান উল্লার ছেলে আব্দুল কাদের (২৮), একই উপজেলার ফুলবাড়ী বনগ্রাম গ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও ফুলবাড়ী দাসনগর গ্রামের নিলামু রায়ের ছেলে সুর্য রায় (২২)।
বিজিবি জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে (বিগত ৭-৮ মাসের বিভিন্ন সময়ে) দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল এবং ভারতীয় দালালদের সহযোগীতায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
এছাড়াও বোচাগঞ্জ থানায় তাদেরকে হস্থান্তর করা হয়েছে।