1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

বিরলে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ সীমান্তের নিকটবর্তী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিরল আইসিপিতে এই সৌজন্য সাক্ষাত হয়।

এসময় বিএসএফের প্রতিনিধি দল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডারগণ এবং ব্যাটালিয়ন অধিনায়কবৃন্দ তাদের অভ্যর্থনা জানান। এছাড়াও বিজিবির একটি দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করেন।

সৌজন্য বৈঠকে বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি এবং বিএসএফ এর ১৪ জন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল। এছাড়াও ঠাকুরগাও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী, পিএসসি এবং অধিনস্থ্য ব্যাটালিয়নের অধিনায়ক বৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মুলত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান শূণ্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© বিরল দর্পণ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট