বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে, ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস) প্রকল্প এর পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শন করেন, ঢাকার কমিশন পরিকল্পনা কার্যক্রম বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সচিব মোহাম্মদ এনামুল হক, উপসচিব মো: সাইফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।
প্রধান অতিথি বিরল উপজেলার মোখলেশপুর ব্লকের ঢেলপীর গ্রামের কৃষক জহরুল হকের ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ফলবাগান (লিচু), পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন এবং তিনি পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply