বিরল দর্পণ:
বিরলে অবৈধভাবে ভারতে পালানোর সময় বাংলাদেশী নাগরিক মানতা বালা নামে ভারতীয় বিএসএফের হাতে আটক হওয়া পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র হাতে হস্তান্তর করেছে।
আটককৃত হলেন, মানতা বালা (৩৭) দিনাজপুর জেলার সদর উপজেলার কমলপুর মোল্লাপাড়া গ্রামের শংকর রায় এর কণ্যা। মানতা বালার ২ বছরের একটি কণ্যা সন্তানও আছে।
বিজিবি জানায়, গত শুক্রবার রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি, সি-কোম্পানী) এর অধিনস্থ্য রামচন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির সীমান্ত মেইন পিলার ৩২৯ হইতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপস্থিত হইলে ভারতীয় টহলরত বিএসএফ কর্তক মানতা বালাকে আটক করে।
পরবর্তীতে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবিকে খবর দিলে বিকাল ৩ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মানতা বালাকে বাংলাদেশে হস্তান্তর করে।
এবিষয়ে বিরল থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১ (১) (ক) ধারার একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৩০।
Leave a Reply