বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে বুধবার ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদে বিএমজেড ও নেট্জ বাংলাদেশের অর্থায়নে, পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের আয়োজনে, দিনব্যাপী স্থানীয় পর্যায়ে সুশীল সমাজ এবং কর্তৃপক্ষের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগনের সক্ষমতা তৈরীর পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তগ্রহন ও সরকারী বে-সরকারী সেবা প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরনে স্থানীয় কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার কৌশল তৈরী করা হয়। সেই সাথে সকল স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক তৈরীর করা।
সংলাপ সভায় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম এর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, কালিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারুকুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়শা সিদ্দিকা, প্রাণি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাগণ, পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: রাবেয়া খাতুন, মাঠ সহায়ক নারায়ন চন্দ্র মহন্ত উপস্থিত ছিলেন।
বজ্রপাতের ঢাল, গাছের নাম তাল ” এই বিষয়ের প্রতিপাদ্যকে সামনে রেখে সংলাপ সভায় সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে কালিয়াগন্জ বাজারের রাস্তার দু’ধারে প্রায় ৪৫ টি তালের বীজ বোপন করা হয় । ভাদ্র ও কার্তিক মাসে তালবীজ বোপনের উপযুক্ত সময়।