বিরল দর্পণ:
“আমিই পারি বাল্য বিবাহ প্রতিরোধ করতে” প্রচারাভিযানের অংশ হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধে বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে।
বোর্ডহাট মহাবিদ্যালয় সংলগ্ন মৃত: মেহেরাব আলীর চাতালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিরল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে, পরিবেশ বান্ধব গ্রাম কমিটির আয়োজনে, প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হানান ইমাম।
রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস, প্রোগ্রাম অফিসার তিথী সিং।
Leave a Reply