বিরল দর্পণ:
বোর্ডার গার্ট বাংলাদেশ (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি বলেন, সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাদক প্রতিরোধে প্রত্যেক পাড়া মহল্লায় নিজ উদ্যোগে মাদক বিরোধি কমিটি গঠন করে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ বুধবার বিকাল সাড়ে ৫ টায় বিরল উপজেলা ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আয়োজনে পাকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বোর্ডার গার্ট বাংলাদেশ ৪২ বিজিবি এর জনসাধারনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।
তিনি আরো বলেন, বাহিরের অপরিচিত কোন মানুষ এলাকায় ঘোরা-ফেরা করলে বা বাড়ীতে অবস্থান করা কালে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবগত করার আহবান জানান।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরীগঞ্জ কম্পানীর কম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম, ভান্ডারা ইউনিয়নের চেয়ারম্যান মামনুর রশীদ মামুন, পাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, অত্র এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায় প্রমুখ।
এসময় অত্র এলাকার প্রায় ৩ শতাধিক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি (৪২ বিজিবি) ব্যাটালিয়নের পক্ষ থেকে পাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে খেলার সামগ্রী বিতরণ করেন।
সট: লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
Leave a Reply