বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে বুধবার (১১ সেপ্টম্বর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে, ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ২১০ জন কৃষকের মাঝে মাসকলাই, গ্রীষ্মকালীণ পেঁয়াজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে মাসকলাই, গ্রীষ্মকালীণ পেঁয়াজ ও সার-বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, উপজেলার মোট ৬০ জন কৃষকের মধ্যে জন প্রতি মাসকলাইর বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজী এবং এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ ১৫০ জন কৃষকের মাঝে জন প্রতি বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের বিনা মূল্যের এই সার-বীজ যথা সময়ে সঠিক ভাবে বোপন করে সরকারী কৃষি খাতকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
Leave a Reply