বিরল দর্পণ:
দিনাজপুরের বিরলে বোর্ডার গার্ট বাংলাদেশ (বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি বলেন, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে না পাওয়ার কারনে তারা সব সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে অসহায় ও দু:স্থ্য মানুষেরা অর্থের অভাবে জেলা শহরে গিয়ে ভালো চিকিৎসকের দ্বারা চিকিৎসাসেবা নেওয়ার ক্ষমতা না থাকায় প্রতিনিয়ত তারা শারিরিক ভাবে অক্ষমতায় ভুগেন। একারনেই বিজিবি বিশেষ করে সীমান্তবর্তী এলাকার অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিনা মুল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিক্যাল টিম দ্বারা বিনা মুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরনী কার্যক্রম পরিচালনা করে থাকেন ।
তিনি আরো বলেন,বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছেন এবং থাকবেন।
শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় বিরল উপজেলা ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর সীমান্তের সংলগ্ন চকফসল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সেক্টর সদর দপ্তরের মেডিক্যাল অফিসার লে: কর্নেল অনুপ কুমার বিশ্বাস, এমফিল, সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় অত্র এলাকার প্রায় ৩ শতাধিক অসহায় ও দু:স্থ্য চিকিৎসা সেবা নিয়েছেন।